জন্ম নাম
|
ফারুক মাহফুজ আনাম
|
আরও যে নামে পরিচিত
|
গুরু, জেমস, নগরবাউল
|
জন্ম
|
অক্টোবর ২, ১৯৬৪ (বয়স ৪৯)
নওগাঁ, বাংলাদেশ
|
পেশা
|
গায়ক, ব্যবসা
|
বাদ্যযন্ত্র
|
গিটার, ব্যাস, বাঁশি, বেহালা, কিবোর্ড, ড্রামস, স্যাক্সোফোন
|
কার্যকাল
|
১৯৮০–বর্তমান
|
সহযোগী শিল্পী
|
ফিলিংস, নগর বাউল
|
আলোচনাঃ
জেমসের জন্ম নওগাঁয়, তবে তিনি
বেড়ে ওঠেন চট্টগ্রামে।faysaltanim.blogspot.com তার বাবা
ছিলেন একজন সরকারি কর্মচারি, যিনি পরবর্তীতে চট্টগ্রাম
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করত না। তাই সঙ্গীতের নেশায় তিনি ঘর ছেড়ে পালিয়ে যান। চট্টগ্রামের আজিজ বোর্ডিং
নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই
তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। কিছু
বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের
প্রধান গিটারিস্ট ও কন্ঠদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন।
Comments
Post a Comment