জাহানারা ইমাম
জন্ম
|
মে ৩, ১৯২৯
মুশিদাবাদ,বতর্মান পশ্চিমবঙ্গ
|
মৃত্যু
|
জুন ২৬, ১৯৯৪ (৬৫ বছর)
ঢাকা
|
মৃত্যুর কারণ
|
ক্যান্সার
|
বাসস্থান
|
|
অন্য নাম
|
শহীদ জননী
|
পেশা
|
শিক্ষকতা
|
যে জন্য পরিচিত
|
সাহিত্যিক ও একাত্তরের ঘাতক-দালাল
নির্মূল আন্দোলনের নেত্রী
|
ধর্ম
|
ইসলাম
|
|
আলচনাঃ জাহানারা ইমাম ( জন্ম: মে ৩, ১৯২৯ - মৃত্যু:জুন ২৬, ১৯৯৪) একজন বাংলাদেশী লেখিকা, শহীদ জননী,
কথাসাহিত্যিক,
শিক্ষাবিদ
এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তাঁর
বিখ্যাত গ্রন্থ একাত্তরের
দিনগুলি। একাত্তরে তাঁর জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমী দেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন
এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন
এবং পরবর্তীতে নির্মমভাবে শহীদ হন। বিজয়
লাভের পর রুমীর বন্ধুরা রুমীর মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে
বরণ করে নেন৷ রুমীর শহীদ হওয়ার সূত্রেই তিনি 'শহীদ জননী'র
মযার্দায় ভূষিত হন ৷
|
Comments
Post a Comment