জন্ম ১২ ডিসেম্বর , ১৮৮০ ধানগড়া , সিরাজগঞ্জ , বাংলাদেশ মৃত্যু ১৭ নভেম্বর , ১৯৭৬ ঢাকা , বাংলাদেশ অন্য নাম লাল মাওলানা প্রতিষ্ঠান ন্যাশনাল আওয়ামী পার্টি প্রভাবিত হয়েছেন কার্ল মার্ক্স , মাও সে তুং প্রভাবিত করেছেন রাশেদ খান মেনন রাজনৈতিক আন্দোলন খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন বাংলা ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ফারাক্কা লংমার্চ আলচনাঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম হাজী শরাফত আলী খান । মক্তব হতে শিক্ষাগ্রহণ করে কিছুদিন মক্তবেই শিক্ষকতা করেন । ১৮৯৭ খ্রিস্টাব্দে পীর সৈয়দ নাসীরুদ্দীনের সাথে আসাম গমন করেন । ১৯০৩ খ্রিস্টাব্দে সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হন । ইসালামিক শিক্ষার উদ্দেশ্যে ১৯০৭ - এ দেওবন্দ যান । দুই বছর সেখা...
" স্মরনীয় যারা বরনীয় যারা "