পূর্ব পাকিস্থানের গভর্নরকার্যালয়ে
শের-এ-বাংলাআবুল কাসেম ফজলুল হক
(১০ই মার্চ ১৯৫৬ – ১৩ এপ্রিল ১৯৫৮)
পূর্বসূরীঃহামিদ আলী।
উত্তরসূরীঃআমিরুদ্দিন আহমদ।
পাকিস্তান সরকারকার্যালয়েঃ
১১ই আগষ্ট, ১৯৫৫ – ৯ই মার্চ, ১৯৫৬
১১ই আগষ্ট, ১৯৫৫ – ৯ই মার্চ, ১৯৫৬
রাষ্ট্রপালইস্কান্দারঃ আলী মির্জা।
প্রধানমন্ত্রীঃচৌধুরী মোহাম্মদ আলী।
পূর্বসূরীঃআব্দুস সাত্তার।
উত্তরসূরীঃমুস্তাক আহমেদ গুরমানী।
জন্মঃঅক্টোবর ২৬, ১৮৭৩
মৃত্যুঃ
এপ্রিল ২৭, ১৯৬২ (৮৮ বছর) ।
মৃত্যুঃ
এপ্রিল ২৭, ১৯৬২ (৮৮ বছর) ।
রাজনৈতিক দলঃ মুসলিম লীগ,
কৃষক প্রজা পার্টি
কৃষক প্রজা পার্টি
শ্রমিক-কৃষক দল ।
সন্তানঃ আবুল কাশেম ফয়েজুল হক।
অধ্যয়নকৃত শিক্ষা
প্রতিষ্ঠানঃ কলকাতা বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠানঃ কলকাতা বিশ্ববিদ্যালয়।
ধর্মঃইসলাম।
রাজনৈতিক আন্দোলনঃ খেলাফত আন্দোলন,
প্রজা অধিকার আন্দোলন
প্রজা অধিকার আন্দোলন
আলচনাঃ শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হক (অক্টোবর ২৬, ১৮৭৩ - এপ্রিল ২৭, ১৯৬২) বাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট 'শের-এ-বাংলা' এবং 'হক সাহেব' নামে পরিচিত। তিনি রাজনৈতিক অনেক পদে অধিস্তান করেছেন তার মধ্যে কলকাতার মেয়র (১৯৫৩), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ - ১৯৪৩), পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৪), পাকিস্থানের স্বরাষ্ট্র মন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬ - ১৯৫৮) অন্যতম। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম।
faysaltanim.blogspot.com
faysaltanim.blogspot.com
Comments
Post a Comment